মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সদ্য উন্নয়নকৃত ৩টি ক্রীকের জলাশয়ে কার্প জাতীয় মাছের মিশ্রচাষের প্রদর্শনী খামার বাস্তবায়নের লক্ষে মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩টি ক্রীকের সুফলভোগীদের মাঝে কার্প জাতীয় মাছের পোনা ও উপকরণ (মাছের খাদ্য, চুন, সার ইত্যাদি) বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার।
এসময় মৎস্য কর্মকর্ত বলেন, ‘এসব প্রদর্শনী খামার বাস্তবায়নের ফলে স্থানীয় মৎস্যচাষে অন্যান্য মৎসচাষিরাও উদ্বুদ্ধ হয়ে মাছ উৎপাদনে ভুমিকা রাখবে’।
এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমাসহ স্থানীয় সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।