নিজস্ব সংবাদদাতা, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আছাদতলী ও মরাডলু এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে জড়িত দুই ব্যক্তিকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের আাছাদতলী ও মানিককছড়ি সদর ইউনিয়নের মরাডলু এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আমজাদ হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(ছ) ধারায় ৭০ হাজার টাকা এবং মো. জামাল হোসেনকে একই আইনের একই ধারায় ৫০ হাজার টাকাসহ দুইটি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।