মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৯ জন মৎস্যচাষির মাঝে ৩৩৪ কেজি কার্প জাতীয় পোনামাছ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল বেলা ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার ও সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার চৌধুরীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।