মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার উত্তর ডলু মুসলিমপাড়া এলাকায় প্রতিষ্ঠিত দ্বীণি শিক্ষা প্রতিষ্ঠান ছিদ্দিকীয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নবগঠিত পরিচালনা কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার নির্বাহী কমিটির সভাপতি তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আবু তাহের, মাদরাসার সুপার মো. ফারুক হোসেন, নির্বাহী কমিটির দাতাসদস্য মো. আবুল হাশেম, সদস্য মো. ফোরকান আলী ফয়সাল, মো. রবিউল হোসেন, সহকারি শিক্ষক মো. কামরুল হাসান ও মো. আজমীর হোসেন পলাশ।
এর আগে গত ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাদরাসার সভাপতি মনোনয়ন করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দেয়।