মো. রবিউল হোসেন:- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান স্বাক্ষরিত একপত্রে মানিকছড়ি উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আগামী ৩ মাসের জন্য মো. শরিফ উদ্দিনকে আহবায়ক ও মো. সোলেমান মিয়াকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. ফয়েজ, হাসান মিয়া, যুগ্ম সদস্য সচিব শহিদুল ইসলাম, কার্যকরী সদস্য যথাক্রমে মো. ইয়াছিন মিয়া, শাহিন আলম ও সাহেব আলী প্রমূখ। উল্লেখিত কমিটি আগামী ৩মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা রয়েছে।