হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
অদ্য ৬ই ফেব্রুয়ারী রোজ শনিবার রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় “কোভিড ১৯ টিকাদান কর্মসূচি” উপলক্ষে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে ২৪ জন যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবী যুবক যুবতীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে উপজেলার তিনটি ইউনিয়নের (ঘিলাছড়ি, গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া) মোট ২৪ জন সেচ্ছাসেবী অংশগ্রহণ করে। সেচ্ছাসেবীদের কাজ হবে কোভিড ১৯ টিকাদান কর্মসূচি চলাকালীন বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানকারীদের সহযোগীতা করা এবং কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষা করা।
প্রশিক্ষণটি পরিচালনা করেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব রুইহ্লা অং মারমা মহোদয়।