মোঃ আব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছর পর বাঘাইছড়ি পৌরসভার ৬ন ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়।
অত্র মাদ্রাসায় লাইল্যাঘোনা সমাজ পরিচালনা কমিটির সদস্য গনের উপস্থিতে জনাব দিদারুল আলম,আলী আকবর,আব্দুল আজিজ,সাইফুল ইসলাম।
পশ্চিম লাইল্যাঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ।নুর হোসেন,৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ সহ অত্র এলাকার যুব সমাজের সমতিক্রমে আগামী দুই বছরের জন্য সাইফুল ইসলাম কে সভাপতি জয়নাল আবেদীন কে সাধারণ সম্পাদক করে আটজনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়।
অত্র মাদ্রাসাটি-১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।ঐ প্রতিষ্ঠা লঙ্ঘনে থেকে মাদ্রাসাটি লেখা পাড়ায় ও বিভিন্ন পর্যায়ে খেলা ধুলাই শুনাম অর্জন রয়েছে।
নতুন সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এর কাছ থেকে জানতে চাই তারা বলেন এই মাদ্রাসা আমরা দুইজেন ছাত্র ছিলাম।আমরা অত্র এলাকার প্রবীণ মুরুব্বি ও যুব সমাজের মতামত নিয়ে আমরা কাজ করে যাবো।
এই মাদ্রাসাটি কে লেখা পড়ার মান উন্নত করার পাশাপাশি খেলা ধুলাই দেশের জন্য সামাজিক কাছে ছাত্রদের ভূমিকা যেন হয় অতুলনীয়।