মিঠুন সাহা, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জনাব ড. গাজী গোলাম মাওলা।
৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টার সময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে পানছড়ি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে (কলেজ,স্কুল,মাদ্রাসা) আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পানছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনবা অরুণ চাকমার সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জনাব ড. গাজী গোলাম মাওলা।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা শিক্ষা অফিসার জনাব উত্তম খীসা,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অলি আহমেদ,পানছড়ি উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড.গাজী গোলাম মাওলা পানছড়ি উপজেলার কলেজ, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়সমুহের প্রধানদের সাথে শিক্ষা-কার্যক্রম চালুকরণ বিষয়ে নানা মতবিনিময় সভায় প্রান্তিক এলাকার মানুষের নানা সংকটের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আলোচনা কালে তিনি ধন্যবাদ জানান জেলা শিক্ষা অফিসার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকলকে।