চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন’র স্ট্যান্ডিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর (বুধবার) তামাকুমন্ডি লেইন রিজওয়ান কমপ্লেক্স (৫ম তলা) এসোসিয়েশনের অফিস কার্যালয়ে সমিতির কার্যকরী সভাপতি মোঃ আবুল কাসেম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী,সহ-সভাপতি মোঃ জানে আলম ও জনাব মোঃ জসিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন (চ.বা), মোঃ কামাল উদ্দিন (রি উ.বা),যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন লিটন,মোঃ সাজ্জাত উদ্দিন ও অর্থ সম্পাদক কাজী মোঃ মহসিন পাশা রিপনসহ প্রমুখ।
উক্ত সভায় চট্টগ্রামের সকল ব্যবসায়ীদের প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করার আহবান করা হয়।দেশের চলমান পেক্ষাপটে কোন ব্যবসায়ী যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেইদিকে প্রশাসনের যথাযথ নজর রাখার অনুরোধ করা হয়।বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকারকে সংগঠন তথা চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।দেশের সার্বিক উন্নয়নে চট্টগ্রামের অভিভাবক সংগঠন চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন সর্বদা সরকারের পাশে সহযোগী হিসাবে থাকার প্রত্যয় ঘোষণা করেন।