মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মহামুনি বাজার পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মানিকছড়ি ফুড হাউজ রেস্টুরেন্টে মহামুনি বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন সভার প্রধান অতিথি ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। এর আগে গত রোববার (১৮ আগস্ট) এক সাধারণ সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ব্যবসায়ী জাবেদ চৌধুরীকে সভাপতি, সঞ্জয় দেব নাথকে সাধারণ সম্পাদক ও মো. খোকনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় পরিচিত সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা মো. জয়নাল আবেদীন, মাওলা ওয়ালী উল্লাহ ও কমিটির সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম রাশেদসহ কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ।
এসময় বক্তারা বলেন, ‘ইতোমধ্যে একজন নৈশ্য প্রহরীর স্থলে তিনজন নৈশ্য প্রহরী নিয়োগ করা হয়েছে। পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হবে’। বাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার্থে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন নবগঠিত কমিটির দায়িত্বশীলরা।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি মো. আলমগীর সওদাগর, মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, মো. মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক কণক মজুমদার, কোষাধ্যক্ষ মো. সফিউল আজম, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. নাঈম মিয়াজী, প্রচার সম্পাদক সুমন দাশ, সিনিয়র সদস্য মো. কামাল পাশা, মো. কাঞ্চন, মো. সিদ্দিক এবং সদস্য হিসেবে রয়েছেন ব্যবসায়ী মো. মামুন, মো. সাইফুল ও মো. রাকিব।