মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন আল-আমানাহ্ সংস্থার উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলের বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনব্যাপী উপজেলার মুসলিমপাড়া ও এয়াতলংপাড়াসহ আশপাশের বন্যাকবলিত বিভিন্ন স্থানে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চিড়া, গুড়, মুড়ি, পাউরুটি, কলা ও বিশুদ্ধ পানি বিতরণ করেন সংস্থার সদস্যরা।
এ কাজে সহযোগিতা করেন সংস্থার সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা তারিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি মাইনুদ্দিন জামিল, অর্থ সম্পাদক মাওলানা জসীমউদ্দীন, মাওলানা ইমরান হোসাইন, মোহাম্মদ ইয়াসিন আলমগীর, মোঃ মাসুম ও মোহাম্মদ আরাফাত হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও যুব রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন।