মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভা কক্ষে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় সম্প্রতি খাগড়াছড়ি প্রেসক্লাব পুনর্গঠন কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাংবাদিক সমীর মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব পুনর্গঠন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন মজুমদার। সভায় জেলার নয় উপজেলার সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এতে উপজেলা প্রেসক্লাব থেকে বক্তব্য রাখেন মো. মোবারক হোসেন, এসএস জাহাঙ্গীর আলম, মো. নুরুল আলম, দীপক সেন, কেফায়েত উল্লাহ, মো.শাহজাহান সাজু, মো. মহাসিন মিয়া, শ্যামল রুদ্র, নিজাম উদ্দিন লাভলু প্রমূখ।
এছাড়া সভায় উপস্থিত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য ও গণমানুষের ন্যায্য দাবী সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. মুন্না, মো. আফিক, মাজহারুল ইসলাম প্রমূখ।
ছাত্র নেতারা বলেন, ‘সাংবাদিক সমাজ দেশ ও জাতির চর্তুথ স্তম্ভ এবং সমাজের আয়না। তাঁরা এই সমাজ ও দেশ উন্নয়নে রেফারীর ভূমিকা নিয়ে লুটপাট, দুর্নীতি,অনিয়মের বিরুদ্ধে কাজ করবে, সাদাকে সাদা এবং কালোকে কালো বলা শেখাতে হবে। অযথা সংবাদ বা নিউজকে আকর্ষনীয় করতে গিয়ে সত্যকে আঁড়াল করা থেকে বিরত থাকতে হবে। সোশাল মিডিয়ার কোন কথা গুরুত্ব না দিয়ে প্রকৃত সত্য জানাতে ভূমিকা রাখতে হবে’।
এসময় সিনিয়র সাংবাদিকরা বলেন, ‘বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষে আমাদের সুসংগঠিত থাকতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীনভাবে কাজ করবে সাংবাদিকরা। সেই পরিবেশ আমাদের তৈরী করে নিতে হবে ‘।