মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- শনিবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রাচীন মানিকছড়ি রাজারের সপ্তাহিক হাট। ফলে উপজেলার হাজার হাজার প্রান্তিক কৃষক তাঁদের উৎপাদিত কাঁচা মালামাল বেচাকেনায় বেসামাল ভীড় থাকে। এছাড়া এদিন হাটে মানুষজন আসা-যাওয়ায় সহস্রাধিক অটোরিক্সার চলাচলে সড়কে জ্যাম লেগে সাধারণ ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটে। বিগত সময়ে এসব নিয়ন্ত্রণ ও জনচলাচল সহজ ও স্বাভাবিকে কাজ করত একদল পুলিশ সদস্য।
গত ৫ আগস্ট সরকার পতনের পর এখনো স্বাভাবিক কাজকর্মে পুলিশ পুরোদমে নেমে আসেনি। ফলে পুলিশের অনুপস্থিতিতে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রুপ, আনসার ভিডিপি, শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠনগুলো এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের একঝাঁক কর্মী।
এরই ধারাবাহিকতায় শনিবার সপ্তাহিক হাটবারে শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একঝাঁক কর্মী। এতে সড়কে অনায়াসে মানুষজনের চলাফেরা সহজ এবং সড়কে যানবাহনের জ্যাম পড়েনি। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।