মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে বৃষ্টি উপেক্ষা করে শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক মিছিল বের করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীনের নেতৃত্বে বের হওয়া শোক মিছিলটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মানিকছড়ি বাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় শোক মিছিলে “জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়” শ্লোগানে, শ্লোগানে মুখরিত হয়ে উঠে মিছিলের বহর।