মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে হাফেজ মাওলানা ফজলুল হক সভাপতি, মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী সাধারণ সম্পাদক, মাওলানা ইমাম হোসাইন সাংগঠনিক সম্পাদক ও মুফতি মাঈন উদ্দিন জামিল অর্থ সম্পাদক নির্বাচিত হয়।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় মানিকছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসা অডিটোরিয়ামে কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, সহ-সভাপতি হাফেজ ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম ফারুকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল-আমীন ফরাজী, মানিকছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হক ও মানিকছড়ি দারুল ইহসান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন।
এসময় বক্তারা বলেন, ‘সকল কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেম ওলামাদের ঐক্যবদ্ধভাবে একই প্লাটফর্মে রেখে ইসলামী শিক্ষাকে ত্বরান্বিত করা ও আলেম ওলামাদের সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার লক্ষেই এই ইসলামী সংগঠন। পাশাপাশি মানবিক কার্যক্রমও পরিচালনা করে আসছে খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ। এই ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের সর্বদা আন্তরিকভাবে কাজ করতে হবে’।
পরে উপস্থিত নেতৃবৃন্দ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এসময় সংগঠনের জেলা ও উপজেলা শাখার দুইশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।