রমজান আলী জিসান, লক্ষীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ির লক্ষীছড়িতে প্রতিবেশীদের বেপরোয়া হামলায় মোমেনা (৩৭) ও রীনা আক্তার (২৭) নামে ২গৃহবধূ গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডিপি পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
আহতরা রাতে স্থানীয় মেম্বার ও গ্রামসর্দারের নিকট বিচার চেয়ে ব্যার্থ হয়ে জরুরী সেবায় (৯৯৯) ফোন দিলে লক্ষীছড়ি থানা পুলিশ তা হস্তক্ষেপ করে। বুধবার এই বিষয়ে প্রতিবেশী আমান উল্লাহ ও জিয়াউর রহমানসহ অজ্ঞতা আরও ৩/৪ জনের বিরুদ্ধে আহতরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও ভুক্তভোগীরা জানান, তুচ্ছ ঘটনাকে (লাকড়ি চুরি) কেন্দ্র করে প্রতিবেশী জিয়াউর রহমান, আমান উল্লাহ ও তাদের পরিবারসহ আরও অজ্ঞাত ব্যক্তিরা লাঠিসোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে মোমেনা ও রীনা আক্তারের মাথায় ও শরীরে অন্যান্য জায়গায় এলোপাতাড়ি ভাবে আঘাত ও জখম করেন। এই সময়ে মোমেনার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হলে এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা দেন পরে উপজেলা হাসপাতালে ভর্তি করায়।
লক্ষীছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ‘ভুক্তভোগী মোমেনা ৯৯৯ এই কল দিয়ে পুলিশকে অবহিত করলে তাদেরকে থানায় এসে অভিযোগ দায়ের করতে পরামর্শ দেয়া হয়। পরে তারা থানায় এসে অভিযোগ দায়ের করেন’। তিনি আরও বলেন, ‘বিবাদী আমান উল্লাহ ও জিয়াউর রহমানকে ইতিপূর্বে নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনী পদক্ষেপ নিবে’।