নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি :
নানিয়ারচর বুড়িঘাট ইয়ুথ ক্লাব ও শাপলা ক্লাবের যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উদ্বোধনী খেলাটি বুড়িঘাট হাতিমারা খেলার মাঠে আয়োজন করা হয়েছে,উক্ত ফুটবল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অমর জীবন চাকমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুজিত তালুকদার এবং অ্যাডভোকেট মো: মামুন ভূইঁয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ডের সদস্য মো: মিজানুর রহমান (মেম্বার),মোঃ মহিদুল ইসলাম,ক্যাথাইপ্রু রোয়াজা(মজনু),পলাশ চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।
0
এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অমর জীবন চাকমা বলেন,খেলাধুলা মানুষের মন ভালো রাখে,এ আয়োজনে আমি অত্যন্ত খুশী,খেলাধুলা সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে চেষ্টা করে,সম্প্রীতির মাধ্যমে সকলে এ আয়োজন অব্যাহত রাখতে কমিটিকে অনুরোধ জানাচ্ছি।
উদ্বোধনী খেলায় দুইটি টিম ইয়ুথ স্পোর্টিং ক্লাব সাপমারা ও নতুন বড়াদম পাড়া ক্লাব।