আব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি প্রতিনিধি :
১০ জুলাই বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঘাইছড়ি পৌরসভার ৯ টি ওয়ার্ডে বন্যা দূর্গতদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা।
উপজেলা মিলনায়তনে পৌরসভার ৪ শতাধিক বন্যা দূর্গতের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে এই সহায়তা প্রদান করা হয়।
ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের সহায়তায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পৌর মেয়র মোঃ জমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সহ-সভাপতি দীলিপ দাশ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন ও পৌরসভার কাউন্সিলরগণ উপস্হিত ছিলেন।