আব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি প্রতিনিধি-
৬ জুলাই বাঘাইছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডে উপজেলা প্রশাসনের সহায়তায় বন্যায় দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।উক্ত ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা সহ বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ওয়ার্ড সংশ্লিষ্ট বাবু পাড়া ও মধ্যম বাঘাইছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে মুড়ি,চিনি,লবণ,তেল, ডাল সহ শুকনো খাবার বিতরণ করা হয়।
বাঘাইছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমার সাথে মুঠোফোনে কথা বলে তিনি জানান,উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর নির্দেশনায় এই শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নে বিপুল পরিমাণ মাদক নিয়ে ২ যুবক গেফতার।