নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:
শনিবার বিকেলে রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার গুলসাছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত শিক্ষার্থীর মামা শান্তি জীবন তালুকদার জানান,আমার ভাগনে গোলসাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী,সে বিদ্যালয় থেকে ফেরা পথে এ ঘটনা ঘটেছে।সাতার না জানায় এমনটি হয়েছে,সে গোলসাছড়ি এলাকার সুবরন চাকমার পুত্র উসখেন চাকমা(১৩)।
এই বিষয়ে নানিয়ারচর থানার ওসি তদন্ত কাজী আরিফ উদ্দিন জানান, দুপুরে নানিয়াচর গোলসাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফেরার পথে নৌকা দিয়ে লেক পার হওয়ার সময় পানিতে তলিয়ে যায়,নৌকায় থাকা অন্য শিক্ষার্থীরা সাঁতার কেটে উপরে উঠে এসে স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করেন। শিশুর পরিবার ও স্থানীয় লোকজনের সহয়তায় বিকেল ৩.৫০ ঘটিকায় শিশুটিকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।