বাঘাইছড়ি প্রতিনিধি-আব্দুল গফুর সুবেল:
বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউপিস্থ দুরছড়ি বাজার থেকে ৯০ লিটার চোলাইমদ সহ ২ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে। গ্ৰেপ্তারকৃতরা খেদারমারা ইউনিয়নস্হ দূরছড়ি বাজারের বাসিন্দা ও মুদি দোকানদার ঝুলন চৌধূরী (৪৫) এবং কসমেটিক দোকানদার বন দে (৩৫)।
৬ জুলাই সকালে বাঘাইছড়ি থানার এসআই মেহেদী হাসান রাতুল ও সঙ্গীয় এসআই রাশেদুল হাসান সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন এবং চোলাই মদসহ তাদের গ্ৰেপ্তার করেন। বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন শেষে ৭ জুলাই গ্ৰেপ্তারকৃতদের রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং বাঘাইছড়ি থানা পুলিশের পক্ষ হতে এই ধারা অব্যাহত রাখা হবে।