মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজননক্ষেত্র ‘বঙ্গবন্ধু হেরিটেজ’ (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা পাড়ে তামাক চাষিদের সাথে ‘বিকল্প জীবিকায়ন’ সৃষ্টির লক্ষে মতবিনিময় করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
হালদা নদীর প্রাকৃতিক মৎস প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাটনাতলী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তামাক চাষিদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এসময় তিনি বলেন, ‘হালদা নদী দেশের অমূল্য সম্পদ। দেশের মৎসখ্যাতে ব্যাপক ভুমিকা রাখছে হালদা নদী। তাই নদীর জীববৈচিত্র্য, মাছের জীবন ও হালদার পরিবেশ রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। হালদার উজান মানিকছড়ি অংশে নদীর দুপাড়ে অবাদে বিষাক্ত তামাক চাষের ফলে প্রতিনিয়ত দুষিত হচ্ছে নদীর পানি। ফলে হালদার মূল অংশে মা মাছের প্রজজন ব্যাহত হচ্ছে। এই ক্ষতি থেকে হালদা নদীকে বাঁচাতে তামাক চাষের বিকল্প চাষাবাদে এগিয়ে আসতে হবে চাষিদের। এতে সব ধরনের সহযোগিতা করবে জেলা প্রশাসন’।
উপজেলা মৎস কর্মকর্তা প্রনব কুমার সরকারের সঞ্চালনায় সভায় হালদা নদীর গুরুত্ব ও তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, হালদা নদীর প্রাকৃতিক মৎস প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের পরিচালক মো. মিজানুর রহমান, জেলা মৎস কর্মকর্তা মো. আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ও আইডিএফের সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান। এছাড়াও বিকল্প জীবিকায়নে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন তামাক চাষি মো. তাজুল ইসলাম, মো. কামাল হোসেন, শফিকুল ইসলাম ও মো. চান মিয়া।
মতবিনিময় সভায় অর্ধশতাধিক নতুন ও পুরাতন তামাক চাষি উপস্থিত ছিলেন। সভা শেষে চাষিদের মাঝে আমের চারা বিতরণ করেন অতিথিরা।