আব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি প্রতিনিধি-
বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাজেক ইউনিয়নের দুর্গম ওল্ডলংকর এলাকায় দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোনের মেডিকেল টিম।
২৮ জুন শুক্রবার দিনভর এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের মেজর গাজী হাসান জানান,ওল্ডলংকর এলাকার আশপাশে কোন কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়িয়ে বরাবরই চিকিৎসা সেবা নিশ্চিত করে ২৭ বিজিবি।
বিজিবি কতৃপক্ষ জানান,জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই কার্যক্রমে বিণামূল্যে নারী-পুরুষ ও শিশু সহ ১৫৩ জন রোগীর মাঝে এই চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ করা হচ্ছে।