বাঘাইছড়ি প্রতিনিধি :
বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাজেক ইউনিয়নের দূর্গম নিউথাংনাং পাড়ায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ বিতরণ করেছেন,বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন।
বাঘাইহাট ব্যাটালিয়নের নিউথাংনাং বিওপির আওতাধীন ও নিউথাংনাং পাড়ায় বসবাসরত স্থানীয় পাহাড়ী অসুস্থ রোগীদের মাঝে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান,পিএসসি, জি,এর দিক নির্দেশনায় নিউথাংনাং বিওপি কমান্ডার নাঃ সুবেঃ মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি মেডিকেল টিম এই সেবাদান করেন।
বেটলিং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যবস্থাপনায় পুরুষ -মহিলা ও শিশুকে সর্দি, জ্বর, মাথা ব্যথা এবং ঠান্ডা জনিত কাশি রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ বিতরণ করা হয়েছে।
এব্যাপারে ইউএইচ এন্ড এফপিও তাপস মজুমদার জানান,খবর পেয়ে বাঘাইছড়ি স্বাস্হ্য কমপ্লেক্স হতে স্বাস্হ্য সহকারী হরেনজয় ত্রিপুরার নেতৃত্বে একটি মেডিকেল টিম গতকাল ঘটনাস্হলে পাঠানো হয়েছে।বেটলিং মৌজার হেডম্যান ও স্হানীয় মেম্বার জুপিতাং ত্রিপুরা বলেন, ৫৪ বিজিবি ব্যাটালিয়ন ও স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল টিম কতৃক রোগীদের চিকিৎসা করা হচ্ছে।