ওমর ফারুক আকাশ,গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় ১৯৮ লিটার চোলাইমদ সহ ১জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। আটককৃত ব্যক্তি লক্ষীপুর জেলার কমলনগর থানার চর মার্টিন ইউনিয়নের কমলনগর মুন্সির হাট এলাকার মোতালেব মিয়ার ছেলে আলমগীর হোসেন(৫০)।
রবিবার( ১৬ই জুলাই) রাতে গুইমারা বাজারের চেক পোষ্টের সামনে কাঁঠালবাহী পিকআপ থেকে ৮টি পাটের বস্তায় ১০ লিটার, ৫ লিটার এবং ২ লিটারের জার্কিং ও বোতলে সর্বমোট১৯৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ পূর্বক একজনকে আটক করে পুলিশ।
পুলিশসূত্র জানায়,কাঁঠাল বোঝাই একটা পিকআপ খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে দায়িত্বরত পুলিশ সদস্যরা চেকআপের জন্য সীগনাল দিলে,
চালক চেকপোস্ট অতিক্রম করে একটু সামনে গিয়ে গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে থাকা অপর ব্যক্তিকে আটক করে পুলিশ।গাড়িতে থাকা কাঁঠালের নিচে বস্তা ভর্তি চোলাই মদ জব্দ করে।মূলত চোলাইমদ গুলো চট্টগ্রাম শহরের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে বলে আটক আলমগীর জানান।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান,কাঁঠাল বাহী গাড়িতে ০৯টি জারকিন ও ৪৫ টি প্লাস্টিকের বোতল ভর্তি সর্বমোট ১৯৮ লিটার চোলাই মদ পরস্পর যোগ সাজছে পরিবহন করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলো।চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি তল্লাশি করে কাঁঠালের নিচে বস্তা থেকে চোলাই মদ গুলো জব্দ করে এবং গাড়িতে থাকা দুইজনের মধ্য একজনকে আটক করে।ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া আদালতে প্রেরন করা হয়েছে জানান তিনি।