মোঃ গোলামুর রহমান,লংগদু:
পাহাড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) পাহাড়ে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতার অংশ হিসেবে লংগদু উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে পার্বত্য উক্ত সংগঠনটি।
লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারের একটি মিলনায়তনে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পিসিসিপি।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা জনাব শাহাদাৎ ফরাজি সাকিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মোমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা প্রচার সম্পাদক আলমগীর হোসাইন, জেলা জয়েন সেক্রেটারি খলিলুর রহমান,জেলা জয়েন সেক্রেটারি আবু বকর সিদ্দিক (মামুন) বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: রাকিব ফরাজি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের বৃত্তবানের মানুষদের প্রতি আহবান জানান, তারা যেন মানবিক দিক বিবেচনা করে শীতার্ত মানুষের পাশে দাড়ায়।