আব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি:
ভূমিহীন-গৃহহীন-পরিবারকে জমি ও গৃহ ভার্চুয়ালের মাধ্যম ঘর হস্তান্তর।
সরকারী আশ্রয়ন প্রকল্পের আওতায় ৬ষ্ট পর্যায়ের দ্বিতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলায় আরো ৪২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর।
১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভার্চুয়াল উদ্বোধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপকার ভোগীদের মাঝে এই উপহার প্রদান করা হয়। এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত দৌস মোহাম্মদ ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশ সহ সরকারী কর্মকর্তাগণ । ৫৩০টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারে হস্তান্তর করা হয়েছে।