ওমর ফারুক আকাশ,
গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেন।
১২৫টি ভূমিহীন দরিদ্র পরিবারকে দেয়া হচ্ছে জমিসহ ঘর। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে পরিবার প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহনির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে ভূমিহীন হতদরিদ্র পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়ন করছে জেলা প্রশাসন।
উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গুইমারা রিপোর্টাস ইউনিটির সভাপতি দিদারুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, রিপোটার্স ইউনিটির সদস্য দিদারুল হৃদয়, আবুল বাসার, ওমর ফরুক আকাশ’সহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, গুইমারা উপজেলায় নির্মাণাধীন ১২৫টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তরের করা হবে। এসময় সকলকে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রন জানান নির্বাহী অফিসার।