মো. রবিউল হোসেন:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে লাউদাতো সি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় মানিকছড়ি ইংলিশ স্কুলে কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আয়োজনে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও চারা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাসরিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনূছ নুর, রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমুল ইসলাম, মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক গোলাম রসুল ও সিপিপি পিএইপি-২ প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা নেছারুল আলম খান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘পরিবেশ রক্ষায় নিজেদের জীবনধারা পরিবর্তন করতে হবে। বিশেষ করে বসতবাড়ির আঙ্গিনা পরিস্কার রাখা, ময়লা আর্বজনা, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং সৃজনশীল উদ্যোগ গ্রহনের মাধ্যমে অনাবাদি জায়গায় বেশি বেশি করে গাছের চারা লাগাতে হবে। এছাড়াও প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে এনে রিসাইক্লিং করার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসতে হবে সকলকে।
এসময় অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফোরাম সদস্য ও এসটিএদের মাঝে ২৭৫টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।