সুজন কুমার তঞ্চগা,বিলাইছড়ি প্রতিনিধিঃ
বিলাইছড়িতে দূর্গম বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমাকে গুলি করে হত্যার মামলায় ৪ জনকে আটক করা হয়েছে।
বিলাইছড়ি থানা সূত্রে জানা যায়, ২জুন মধ্য রাত ১২:১০ টায় রাঙ্গামাটি সদর কোতোয়ালি থানার আওতাধীন রিজার্ভ বাজারস্থ একটি হোটেল থেকে এই অভিযুক্ত আসামী ৪ জনকে পুলিশ আটক করে। আটককৃতরা হলেন ১। ওয়াইভার ত্রিপুরা (৫০), পিতা- বিদ্যারাম ত্রিপুরা, সে বড়থলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ২। সাধু চন্দ্র ত্রিপুরা (৫৩), পিতা- প্রভাত ত্রিপুরা, সে বড়থলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, ৩। সুজন ত্রিপুরা (৫৭), পিতা- সুগচান ত্রিপুরা, সে বড়থলী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ৪। সত্য চন্দ্র ত্রিপুরা (৪৯), পিতা- লক্ষী চন্দ্র ত্রিপুরা, সে উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। এরা সবাই বড়থলী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। এবং হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন অভিযুক্ত ৪ জন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান আনুমানিক মধ্য রাত ১২:১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের একটি হোটেল থেকে উক্ত আসামীদের পুলিশ আটক করে। তিনি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।