নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:
শুক্রবার(৩১শে মে) বিকেল ৫.০০টায় উপজেলা বিএনপির কার্যলয়ে সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুখ হাওলাদার।
মিলাদ ও দোয়া বক্তারা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনি ও দেশের জন্য যে নিবেদিত প্রাণ দিয়েছেন তিনি মুক্তিযুদ্ধ ও জাতির জন্য বিএনপির প্রতিষ্ঠাতার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
সাধারণ সম্পাদক মো: ফারুখ হাওলাদার তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদার গণতান্ত্রিক নেতা ছিলেন,আওয়ামীর কুচক্রী মহল জনপ্রিয়তা দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা কখনোই মেনে নিতে পারেনি। এই ষড়যন্ত্রকারীরা ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে জাতি একজন মহান দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতাকে হারিয়েছে।সকলে ঐবদ্ধ হয়ে আওয়ামীলীগ সরকারের পাতানো নির্বাচন বর্জন করেছি। রাজপথ ছাড়া যাবে না,সময় বলে দিবে বিএনপি কি করতে পারে। হামলা আর মামলা দিয়ে বিএনপিকে ঠেকানো যাবে না।আমরা ঘরে বসে থাকার মানুষ নই।ফ্যাসীবাদী সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে আনব।
এসময় উক্ত মিলাদ ও মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ- সভাপতি মো: জহির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন,যুবদলের আহবায়ক বাবুল সর্দার,সদস্য সচিব মোহাম্মদ আলী,যুগ্ন আহবায়ক নুর আলম,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি তুতি মিয়া,বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।