সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাই ছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি:-উপজেলা নির্বাচন সহিংসতায় সন্ত্রাসীদের গুলিতে আহত বিলাইছড়ির দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা আটদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন।
গত ২১ মে আনুমানিক রাত সাড়ে ১১টায় বড়থলি মারমা পাড়ায় একটি মাচাং বাড়িতে অবস্থানকালে একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। এসময় তার হাতে ও পায়ে গুলি লেগেছিলো পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাশ্ববর্তী বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তাকে উন্নতি চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো।
আজ জীবন যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যু বরন করলেন।