মো. রবিউল হোসেন:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে পতিত পুকুরে সমন্বিত পদ্ধতিতে মাছ চাষের লক্ষে পুকুর পুনঃখনন কাজের উদ্ভোধন করা হয়।
সোমবার (২০ মে) উপজেলার গোদাতলী এলাকায় এই খননকাজের উদ্বোধন করেন কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা নাজমুল হক (ইসিএফএস)।
এসময় তিনি বলেন, ‘মাছ চাষের মাধ্যমে আয়ের উৎস্য সৃষ্টিতে সহায়ক হবে এই পুকুর। পরিবারের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি পুকুর পাড়ে সবজি চাষ করে পুষ্টির চাহিদা মেটানো যাবে। পাশাপাশি উৎপাদিত সবজি ও মাছ বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারবে চাষিরা।’ এছাড়াও পানি জমে থাকা নিচু জমিতে সমন্বিত ভাবে ধানের সাথেও মাছ চাষের পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খননকৃত পুকুরটিতে ৭ জন চাষি মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করবেন বলে জানাযায়।
এসময় প্রকল্পে জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজীম (মিল), মানিকছড়ি উপজেলার মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, গোঁদাতলী পাড়ার সভাপতিসহ সংশ্লিষ্ট মাঠ সহায়ক ও মাছ চাষীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।