মো. রবিউল হোসেন:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়িতে সমন্বিত মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে ) দিনব্যাপী সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় উপজেলার গোঁদাতলী পাড়া ও সোমবার (২০ মে) উত্তর ফকিরনালা পাড়া ও তবলা পাড়ায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন পাড়া পর্যায়ের ২১ জন উপকারভোগী প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা নাজমুল হক (ইসিএফএস), জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজীম (মিল), মানিকছড়ি উপজেলার মাঠ কর্মকর্তা মো. সোলায়মান ও সফল মাছ চাষি মো. মাসুদ পারভেজ মমিন।
প্রশিক্ষণে সমন্বিত মাছ চাষ পদ্ধতি, মাছের পরিচর্যা, খাদ্যাভাস ও মাছের নানান রোগ ও প্রতিকার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।