মো. রবিউল হোসেন, মানিকছড়ি:– ‘স্রষ্টার আহ্বানে সাড়া দেই, দুঃখী মানুষের পাশে দাঁড়াই’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে ত্যাগ ও সেবা অভিযান-২৪ পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৫ মে) বেলা সাড়ে ১১ টায় কারিতাসের উপজেলা অফিসে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় গুরুদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্ব স্ব ধর্মের আলোকে ত্যাগ ও সেবা বিষয়ক আলোচনা করেন ধর্মীয় গুরুরা।
এসময় বক্তারা বলেন, ত্যাগ ও সেবা করা একটি পরম ধর্ম। অসহায় মানুষের পাশে থাকা, অসুস্থ ব্যাক্তি, অনাথ শিশু ও অসহায় বৃদ্ধদের পাশে থেকে তাদের সহযোগীতা করার মাধ্যমে নিজেদের ত্যাগ হতে পারাটাই মানবসৃষ্টির স্বার্থকতা। তবে ত্যাগ হতে হবে মন থেকে। মাদার তেরেসা, হযরত মুহাম্মদ (সা:) থেকে শুরু করে অনেক মহীয়শী মানব পৃথিবীতে জম্ম গ্রহন করেছেন তারা শুধুমাত্র তাদের ত্যাগ ও সেবা করার মধ্যেদিয়ে পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিয়েছেন। ত্যাগ ও সেবাই পরম ধর্ম। তাই সবাইকে ত্যাগের মধ্যে দিয়েই সেবা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান প্রকল্পের বিভিন্ন সেবামুলক কার্যক্রম তুলে ধরেন।