আল সিরাজ ভান্ডারীঃ
চট্টগ্রামের কালুরঘাট ফেরীঘাটের পূর্ব পাড়ে বেইলি ব্রিজে অটোটেম্পুর ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত কলেজ ছাত্রীর নাম ফাতেমা তুজ জোহরা নূপুর (১৮)।অভিযুক্ত টেম্পু জব্দ ও টেম্পু চালককে আটক করেছে পুলিশ।
২৯ এপ্রিল (সোমবার) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রী চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ড হানিফার বাড়ির ডাক্তার হাসানের মেয়ে।সে এবারের এইচএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ফেরী হতে পাড়ের দিকে যেতে থাকা একটি অটোটেম্পু বেইলি ব্রীজে হঠাৎ পেছনের দিকে চলতে থাকে,একই দিক হতে হেঁটে ফেরী সংলগ্ন বেইলি ব্রিজ অতিক্রম করা যাত্রীদের মধ্যে একজন ছাত্রী অটোটেম্পুর ধাক্কায় ব্রীজের সাথে লেগে গুরুতর আহত হয়।
গুরুতর আহতবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সঞ্জয় সেন তাঁকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দীন বলেন,দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রীর লাশ আমরা উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের মাঝে লাশ হস্তান্তর করা হয়।
নিহত নুপুরের লাশ নিজ বাড়িতে নিয়ে এলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।পরে রাতে হাজারো মানুষের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় বোয়ালখালীর সাংসদ আবদুস সালাম,উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম,পৌর মেয়র জহুরুল ইসলামসহ রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।