অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:-
রাঙামাটির কাপ্তাই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪টি কৃষক পরিবারের মাঝে ২২শত ৫০টি করে মোট ৯ হাজার আনারস চারা বিতরণ করা হয়েছে রোববার (২১ এপ্রিল) সকালে।
উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে আনারস চারা বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আরিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় উপকারভোগী কৃষকসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ বলেন, “আনারস প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এমডি-২ সুপার সুইট জাতের বিদেশ থেকে আমদানিকৃত যে আনারস চারা দেওয়া হচ্ছে সেটি অত্যন্ত উন্নতমানের জাত। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ, রোগ প্রতিরোধক উপাদানে ভরপুর আনারসের এই জাত অত্যন্ত সুমিষ্ট এবং আকারে অনেক বড় হওয়ায় এটির সম্ভাবনা খুবই উজ্জ্বল। পাহাড়ি জনপদের অনাবাদি জায়গায় এই আনারস চাষে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণে এটি সহায়ক ভূমিকা রাখবে।”