দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে ভুগে অবশেষে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম শহীদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন,সামাজিক অঙ্গনস সমগ্র চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে।ছাত্রদলের এই সাবেক নেতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।উন্নত চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন শহীদুল আলম শহীদ।
শহীদুল আলম শহীদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ডোংরা গ্রামের মরহুম ইউসুফ আলীর সন্তান।তিনি মৃত্যুকালে স্ত্রীসহ দুটি পুত্র সন্তান রেখে যান।
তার মৃত্যুতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শোক বিজ্ঞপ্তি দিয়েছেন।
শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী,চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসাইন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এনামুল হক এনাম।
আজ রাত ১০ঘটিকায় চট্টগ্রাম নগরীর লালদীঘীর মাঠে মরহুমের ১ম নামাজে জানাযা এবং ২য় নামাজে জানাযা আগামীকাল বুধবার নিজ বাড়ি ডোংরা গ্রামে অনুষ্ঠিত হবে।