মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) বাদ আছর উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় ও চিংহ্লাপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক মো. আতিউল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আজগর হোসেন, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ ও গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।
এসময় সমিতির সাংগঠনিক সম্পাদক বিনয় বিকাশ চাকমাসহ সমিতির অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।