রাজস্থলী প্রতিনিধিঃ
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের জেরে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
উক্ত ঘটনায় রাজস্থলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
মামলার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আগে থেকেই বিদ্যালয়ে আসা যাওয়ার পথে একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোঃ জীবন (১৯), গ্যারেজ মিস্ত্রি সাইফুল ইসলাম (২৪), আব্দুর রশিদের ছেলে ইসমাঈল হোসেন (১৯), এবং মোঃ আব্দুল্লাহ গাজীর ছেলে সালকান গাজী (১৯) ও অজ্ঞাত আরো ২/৩ জন আসামী রয়েছে।
ভিক্টিমের অভিযোগ প্রতিনিয়ত তাকে এই কিশোরেরা উত্যক্ত করত। বিষয়টি সে তার পরিবার কে জানালে তারা আরও ক্ষেপে যায়।
পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামপুর সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে বিগত ৭/৮ মাস যাবৎ স্কুলে আসা যাওয়ার সময় উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসতেছিলো। বিষয়টি জানার পর ভিকটিমের পরিবার পারিবারিক ভাবে বিবাদীকে সর্তক করিয়া দেয়। তারা কোন কর্ণপাত করেনি।
এক পর্যায়ে আমার মেয়েকে গত শনিবার (২৩ মার্চ) বিকাল তিন টায় অপহরণ করে নিয়ে যায় বিবাদীগন।
মেয়ের অনুপস্থিতিতে আমরা এ দিক ঐ দিক খোঁজাখোঁজির পর তাদেরকে এলাকার জনগনের সহায়তায় উদ্ধার করে রাজস্থলী থানায় খবর দিলে পুলিশ এসে ভিকটিমকে হেফাজতে নিয়ে যায় এবং অপহরণ কারীদের গ্রেপ্তার করে।
এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, রাজস্থলী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইন ২০০০( সংশোধিত) ২০২০ অপহরণের সহায়তা করায় মামলা করা হয়েছে। মামলার পরিপেক্ষিতে আসামীদের গ্রেপ্তার করে রাঙ্গামাটি জেলা আদালতে পাঠানো হয়েছে।।