মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- মানিকছড়ির বড়ডলু এলাকায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী ফোরকানিয়া মাদরাসা ও বড়ডলু গাউসিয়া হক কমিটির স্থায়ী কার্যালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) বাদ আছর ফোরকানিয়া মাদরাসা কক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ডলু ডিপি পাড়া শাখার আয়োজনে ও শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, খাগড়াছড়ি জোনের সমন্বয়কারী মো. মনির হোসেন মাষ্টার, মো. গোলাম মোস্তফা, নাজমুল হোসেন মাসুম, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শাহ আলম ও সাবেক ইউপি সদস্য কাজী জয়নাল আবেদীন। আলোচনা শেষে ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়ডলু বাজার বায়তুন নূর জামে মসজিদ, আনোয়ার হোসেন সানবী।
এসময় বড়ডলু বাজার বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কোম্পানি ও মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বড়ডলু ডিপিপাড়া শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলাধীন বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।