অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশমবাগান কৃষি ব্লকের মিতিঙ্গাছড়ি গ্রামে সফল সবজি বাগানী কৃষক আব্দুল মালেকের সবজি বাগান প্রাঙ্গনে কৃষি মন্ত্রণালয়ের “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প” এর আওতায় বসতবাড়িতে নিরাপদ সবজি উৎপাদন সম্পর্কিত কৃষক-কৃষাণীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ।
তিনি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” বাস্তবায়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যাপক কর্মযজ্ঞের একটি অংশ এই উঠান বৈঠক। তিনি আরো বলেন, “বৈজ্ঞানিক কালিকাপুর মডেল অনুসরণ করে বসতবাড়ির আঙ্গিনায় মাত্র দেড়-দুই শতক জমিতে সারাবছর শাক-সবজি চাষ করে একটি পরিবারের পুষ্টি চাহিদার বিরাট অংশ নিশ্চিত করা যায়।” এ সময় উপস্থিত কৃষক-কৃষাণীদের মাঝে পুষ্টি প্লেট, পুষ্টি কার্ড, লিফলেট, ফলের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থোয়াইনুচিং মারমা, উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।