রায়হান আহমেদ,পানছড়ি প্রতিনিধি:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলে যে কোন দিনে শুরু করতে পারে পানছড়িতে covid-19 টিকা প্রদান কার্যক্রম। প্রথম ধাপে covid-19 টিকা প্রদান কার্যক্রম এ অংশগ্রহণকারী সকলকে স্বেচ্ছাসেবক ও ডাক্তারদের টিকা প্রদান করা হবে।
এ বিষয়ে ৩-২-২০২১তারিখ দিনব্যাপী ডাক্তার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ট্রেনিং আয়োজন করা হয়। ট্রেনিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার অনুতুষ চাকমা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স।
ট্রেনিংয়ে রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে যুব প্রধান রায়হান আহমেদের নেতৃত্বে ১৮ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন এবং ব্র্যাকের স্বেচ্ছাসেবক ১০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নয়টি টিম গঠন করা হয়। প্রত্যেক টিমে স্বেচ্ছাসেবক ৪ জন ও স্বাস্থ্যকর্মী ২জন করে কাজ করবেন। এখানে সকলের কাজ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
নয়টি টিমের মধ্যে দুটি টিম পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করবেন বাকি সাতটি টিম সতটি ইউনিয়নে কাজ করবেন।
ডাক্তার অনুতুষ চাকমা বলেন রেড ক্রিসেন্ট এর দুটি টিমের সমন্বয় আমরা পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম শুরু করব। পরবর্তী নির্দেশনা পেলে প্রত্যেক ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম শুরু করার প্রস্তুতিও সম্পন্ন করেছি।
তিনি রেড ক্রিসেন্ট এর সকল স্বেচ্ছাসেবকদের কে ধন্যবাদ জানান এমন মহতী কাজে এগিয়ে আসার জন্য।