অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:-
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় সরকারি খরচে আইনগত সহায়তা ও মেডিয়েশন বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেছে জেলা লিগ্যাল এইড অফিস রাঙামাটি। শনিবার (১৬ মার্চ) কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সভা কক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ মোঃ জুনাইদ উক্ত সভায় উপস্থিত থেকে জেলা লিগ্যাল এইড অফিসের সরকারি আইনগত সহায়তার বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, সাধারণত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রমের আওতায় আনতে আমরা কাজ করছি। কেউ মামলায় অভিযুক্ত হলে এবং আর্থিক সংকটে মামলা চালানোর সক্ষমতা না থাকলে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করে লিগ্যাল এইড। এছাড়া আমরা দুর্গম প্রত্যন্ত অঞ্চলেও সরজমিনে গিয়ে আপসে বিরোধ নিষ্পত্তি ও আইনগত পরামর্শ দিচ্ছি। যেকোনো ব্যক্তি জেলা লিগ্যাল অফিস থেকে বিনামূল্যে আইনি সেবার পরামর্শ পাবেন বলে তিনি জানান।
উক্ত সভায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, হাসপাতালের চিকিৎসক ডাঃ বিলিয়াম সাংমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান এবং চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী সহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের বিভিন্ন কার্যক্রম নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।