আল সিরাজ ভাণ্ডারীঃ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হামিদ চর এলাকায় কর্নফুলী নদীর পাড়ে রিং রোডের পাশে অবস্থিত কর্নফুলী রিভার ভিউ রেষ্টুরেন্টে একদল স্থানীয় সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে বুধবার(১৩ মার্চ) আনুমানিক রাত ১২.৩০ মিনিটে এই হামলা চালায়।
এ সময় রেষ্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের কে এলোপাথাড়ি আক্রমণ করতে থাকে তাদের হামলায় ঘটনাস্থলে রেস্টুরেন্টে ম্যানেজার মোঃ রিয়াদ (১৯)নিহত হয়।সন্ত্রাসীদের হামলায় রেস্টুরেন্টের মালিক মোঃ ইকবাল হোসেনের গাড়ী ভাংচুর করে তাদের উপর এলোপাথাড়ি হামলায় অন্তত ৮/১০জন গুরুতর আহত হয়।আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে,আহত আবুল কাশেম সহ বেশ কয়েকজন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।উক্ত ঘটনায় হামিদচর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান করছে।
১৪ তারিখ সকালে স্থানীয় সাংসদ আবদুস ছালাম, মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন।
উল্লেখ্য যে রিভারভিউ রেষ্টুরেন্টের মালিকের পিতা মোঃ ইউসুফ সওদাগর হামিদচর এলাকায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীদের সাথে নিয়ে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায় বলে জানা যায়।
অপরাধী খুনি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান চান্দগাঁও এলাকাবাসী।