মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওয়ায় খাগড়াছড়ির মানিকছড়িতে দুইদিনব্যাপী নেতৃত্ব ব্যবস্থাপনা, এ্যডভোকেসী, লবিং ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) উপজেলা কৃষি অফিসের সভা কক্ষে উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে ইউনিয়ন ফোরাম, উপজেলা ফোরাম, কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্র, কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে নেতৃত্ব গঠনের মাধ্যমে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কারিতাসের মাঠ কর্মকর্তা মো. সোলায়মানের পরিচালনা এতে প্রশিক্ষণ পরিচালনা করেন সিপিপি পিএইপি-২ প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) নেছারুল আলম খান ও জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (এগ্রো ইকোলজি) ওসিনু মারমা।
প্রশিক্ষণে প্রকল্পের কার্যক্রম, এগ্রো-ইকোলজি, ইউনিয়ন পর্যায়ে ফোরাম গঠন, নেতা ও নেতৃত্বের গুণাবলিসহ সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং তাদের সেবা ও সুযোগ সুবিধা প্রাপ্তি বিষয়ক আলোচনা এবং এ্যডভোকেসীর পর্যায়, ধরণ ও ক্ষমতার উৎস এবং ক্ষমতার কাঠামো বিশ্লেষণ করা হয়। দুইদিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।