শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার;
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ সহ ৫ জনকে আটক করেছে।
গত ২ফেব্রুয়ারী দিবাগত রাত অনুমান ১০টা ৫০ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ অভিযানিক দল উখিয়ার রত্নাপালং ইউপির কোর্টবাজার এলাকা হতে সাড়ে ৫৭ লিটার চোলাই মদ সহ তাদের কে আটক করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার রত্নাপালং ইউনিয়নের মৃত ধীরেন্দ্র লাল শর্মার ছেলে রবীন্দ্র শর্মা(৪৫),সৈয়দ হোছাইনের ছেলে মোঃ আরাফাত(৩৫), মৃত-ফয়েজুর রহমানের ছেলে মোঃআবুল কালাম(৩৫),দেলোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন(৩৫) ও ইয়াকুব নবীর ছেলে নুরুল আলম(২৩)।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ।