মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকায় হত-দরিদ্র ও অসহায় পাহাড়ি, বাঙ্গালি নারী, পুরুষের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা দিয়েছে সিন্দুকছড়ি জোন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত বাটনাতলী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেই অনুষ্ঠিত হয়। এসময় সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আতিকুর রহমান ১৯০ জন পাহাড়ি, বাঙ্গালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবাট পাশাপাশি পর্যাপ্ত ওষুধপত্রও প্রদান করেন। এসময় তিনি সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ক্যাম্পেইনে বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সিফাতুল হক সিফাত উপস্থিত ছিলেন।