কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:-
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের রাইট ব্যাংক এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত সহ শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে কেন্দ্রের ব্যবস্থাপক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শনিবার (২ মার্চ) দুপুরে রাইটব্যাংক এলাকায় বসবাসকারী সর্বস্তরের লোকজন এই বিক্ষোভে অংশ নেয়। তারা দুটি পরিবারের বাসা বরাদ্দ বাতিল চেয়ে বিউবো ব্যবস্থাপক কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করে।
রাইটব্যাংক এলাকায় বসবাসকারী ইউপি সদস্য আবুল হোসেন, মসজিদের ইমাম সাইফুল ইসলাম ও বিউবো স্টাফ কয়েছ আহমেদ তরুন সহ এলাকার গণস্বাক্ষরকারীগণ মিলে পিডিবি কর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়, রাইটব্যাংক এলাকায় বসবাসকারী ইব্রাহিম হোসেন রানা (টিভি মেকানিক, এমইও বাসা নং-৪৯) ও মিজানুর রহমান জাফর (দিন মজুর এমইও বাসানং-৫৩)। এই দুটি পরিবার মিলে রাইটব্যাংক এলাকায় দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থেকে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনৈতিক কার্যকলাপ করে আসছে। তাদের মাধ্যমে পর পর দুটি অবিবাহিত কুমারী মেয়ের গর্ভে সন্তান প্রসব এবং একটি মেয়ে সম্প্রতি বিষপানে আত্মহত্যা করে। যা আদালতে মামলা চলমান রয়েছে।
এলাকার জুলেখা বেগম, আয়শা খাতুন ও সুফিয়া বেগম জানান, এ দু’টি পরিবারের জন্য আমাদের স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়েদের নিয়ে সমাজে চলতে পারছিনা। এরা বিভিন্ন প্রভাব খাটিয়ে এলাকার লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে তারাও লিখিত অভিযোগ করেন। তাই পরিবার দুটির বাসা বরাদ্দ বাতিল করে অনতিবিলম্বে বিউবো রাইটব্যাংক থেকে তাদের বের করার দাবি জানান।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ডিএম-২ মো.সাইফুল ইসলাম (রুটিন দায়িত্ব) জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। ব্যবস্থাপকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইব্রাহিম হোসেন রানা জানান, এলাকাবাসীর অভিযোগ মিথ্যা। এলাকাবাসী আমার পক্ষে নেই। তাই আমারও আর কিছুই বলার নেই।