অর্ণব মল্লিক,কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২শত গ্রাম গাঁজা সহ মোঃ আরাফাত (২৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কাপ্তাই ইউনিয়ন এর কেপিএম টিলার মোঃ শাহ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাপ্তাই থানার একটি চৌকস দল মাদক ব্যবসায়ী আরাফাতকে ২শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে কাপ্তাই থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে তিনি জানান।
এদিকে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরাফাতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেন।